
নিজস্ব প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক নারীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে নিজ বাড়িতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিমা ওই গ্রামের মৃত- আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী। তিনি কবিরাজি পেশায় জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় মাগরিবের আযানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে এসে পাশের আঃ হানিফের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে নিলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
দুর্বৃত্তদরা তার গলার চেইন ও কানের দুল কেটে নেয়। স্থানীয়রা ধারনা করেন, ডাকাতি করতে এসে তারা তার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয়। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে গালা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারনা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।