
নাছির হোসাইনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার দুপুরে তিনি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্র পেশ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী রফিকুল ইসলাম, সহসভাপতি ফজলুল বারী সান্টু এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে শামসুর রহমান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করেন। দলীয় নেতা-কর্মীরা এসময় উৎসবমুখর পরিবেশে তাঁর সঙ্গে কার্যালয়ে উপস্থিত হন।