
নাছির হোসাইনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দলটির সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ।
বুধবার (১৭ ডিসেম্বর) তার পক্ষে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন জামায়াত নেতারা। সোমবার (২২ ডিসেম্বর) ভিপি শামসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে পাবনা ডিসি অফিস থেকে গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ সোমবার (২২ ডিসেম্বর) পাবনা-১ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন।